
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি, থাকছে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিম্নলিখিত শূন্য পদ এ জনবল নিয়োগ দেয়া হবে। উক্ত পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে।
পদের নামঃ এয়ারক্রাফট মেকানিক (মেইন্টেন্যান্স)
পদের সংখ্যাঃ ৪০টি ।
বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।
বেতন বিভাগ – ৩ টেক প্রশাসন
বয়সঃ ২৫-০৩-২০২০ তারিখে অনুর্দ্ধ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর ।
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
সম্পুর্ন বিজ্ঞাপনটি ডাউনলোড করুন – http://bbal.teletalk.com.bd/bbal2/docs/BBL_Aircraft_Mechanic_2023_06_07.pdf
আবেদনের নিয়ম: আগ্রহীরা http://bbal.teletalk.com.bd/bbal2/select_circular.php এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ০৭ জুন ২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৩ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন স্কিল ডটজবস এ
One Comment