
৫টি ভিন্ন পদে “(এনআইএসটি)”তে নিয়োগ চলছে
জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নাম : ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)
১. পদের নাম : অধ্যক্ষ
পদসংখ্যা: ১ জন
২.পদের নাম :প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)অধ্যক্ষ
পদসংখ্যা: ০৭ জন
৩.পদের নাম :প্রভাষক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (BMB)
পদসংখ্যা: ০৭ জন
৪.পদের নাম :প্রভাষক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM)
পদসংখ্যা: ০৭ জন
৫. পদের নাম : সহকারি অধ্যাপক, বিবিএ (প্রফেশনাল)
পদসংখ্যা: ১ জন
পদের ধরণ : পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষ
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ড্যাফোডিল কনকর্ড টাওয়ার, ১৯/১, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫
সুযোগ – সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী অধ্যক্ষ ও প্রভাষক পদের প্রার্থীদের স্কিল জবস আর মাধ্যমে এবং সরাসরি আবেদন পত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি বরাবর অধ্যক্ষের জন্য ১০০০ টাকা এবং প্রভাষকের জন্য ৫০০ টাকার এফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট /পেঅর্ডার সংযুক্ত করে উল্লেখিত কাগজপত্র শুধুমাত্র সরাসরি /ডাকযোগে নিম্ন ঠিকানায় প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯মে,২০২৪
সূত্র: স্কিল ডটজবস