Site icon Skill Jobs News

২টি ভিন্ন পদে নিয়োগ দিচ্ছে প্রাইম ইউনিভার্সিটি

সম্প্রতি প্রাইম ইউনিভার্সিটিতে ২টি ভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬, ১২ মে, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাইম ইউনিভার্সিটি 

 ১. পদের নাম:  সেকশন অফিসার

পদসংখ্যা: নির্দিষ্ট নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স

অভিজ্ঞতা:  যেকোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠানে অফিস ব্যবস্থাপনায় কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা।

বেতন:  আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন:    নির্ধারিত নয়

বয়স:  বিজ্ঞাপনের শেষ তারিখ অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: মিরপুর-১, ঢাকা

সুযোগ – সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়া গুগল ফর্ম লিঙ্ককেও সহজে আবেদন করতে পারেন : গুগল ফর্ম লিঙ্ক

আবেদনের শেষ সময়: ৬ মে, ২০২৫ 

২. পদের নাম: অধ্যাপক (ইইই, সিএসই, ইংরেজি ও আইন)

পদসংখ্যা:  নির্দিষ্ট নয় 

শিক্ষাগত যোগ্যতা:  যে ডক্টর অফ ফিকোনো লোসফি (পিএইচডি)

অভিজ্ঞতা: ১০ থেকে ২০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন:  নির্ধারিত নয়

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬

সুযোগ – সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়া গুগল ফর্ম লিঙ্ককেও সহজে আবেদন করতে পারেন : গুগল ফর্ম লিঙ্ক

আবেদনের শেষ সময়: ১২ মে, ২০২৫ 

সূত্র:  স্কিল ডটজবস

Exit mobile version