JobsMarketing

“জুনিয়র এক্সিকিউটিভ – কর্পোরেট সেলস (পুরুষ)” পজিশনে জব দিচ্ছে স্কিল জবস

সম্প্রতি স্কিল জবস (কনসার্ন অব ড্যাফোডিল ফ্যামিলি) “জুনিয়র এক্সিকিউটিভ – কর্পোরেট সেলস (পুরুষ)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : স্কিল জবস (কনসার্ন অব ড্যাফোডিল ফ্যামিলি)

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ – কর্পোরেট সেলস (পুরুষ)

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: 

  • যেকোনো বিষয়ে স্নাতক সমতুল্য
  • মার্কেটিং এ ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: 

  • ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে: কর্পোরেট সেলস (B2B সেলস)
  • ফ্রেশাররাও আবেদন করতে পারবে।

বেতন: আলোচনা সাপেক্ষ

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন:  নির্ধারিত নয়

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: শুক্রাবাদ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা 

সুযোগ – সুবিধা: 

  • কনভেয়ান্স বিল 
  • মোবাইল এলাউন্স 
  • সেলস ইন্সেন্টিভ
  • কোম্পানির নীতি অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এছাড়া গুগল ফর্ম লিঙ্ককেও সহজে আবেদন করতে পারেন : গুগল ফর্ম লিঙ্ক

আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল, ২০২৫

সূত্র:  স্কিল ডটজবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *